শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৩০

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিষফোঁড়া : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিষফোঁড়া  : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরণবার্তা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা প্রতিনিয়ত অপরাধজগতের সঙ্গে যুক্ত হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। তারা এখন বাংলাদেশের জন্য বিষফোঁড়া।১৯ জানুয়ারি বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।রোহিঙ্গা শিবির নিয়ে হিউম্যান রাইট ওয়াচের রিপোর্ট নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি তথ্যভিত্তিক কোনো রিপোর্ট নয়।

বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা দেশে ফিরে আসলেই ফাঁসির রায় কার্যকর করা হবে। এছাড়া জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, এদেশের মানুষ উগ্র জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে কখনো আশ্রয়-প্রশ্রয় দেন না।দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ