রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:২৩
ব্রেকিং নিউজ

যথাসময়ে আগামী নির্বাচন : সিইসি

যথাসময়ে আগামী নির্বাচন  :  সিইসি

উত্তরণবার্তা প্রতিবেদক : যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। ১৮ জানুয়ারি বুধবার ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত ১১ প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত ১১ প্রতিনিধির সাথে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের প্রধান ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে আলোচনা হয় অংশগ্রহণমূলক নির্বাচন, ইভিএম, পর্যবেক্ষক পাঠানো ও রাজনৈতিক মতবিরোধ নিয়ে। পরে যৌথ সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন ও ইইউ। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউকে অবহিত করা হয়েছে। যথা সময়ে নির্বাচন করার প্রস্তুতি হয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে চমৎকার ভোট হবে। কতগুলো আসনে ইভিএমে নির্বাচন হবে তা এখনো নিশ্চিত নয়।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। তাদেরকেই এই মতবিরোধ নিরোসন করতে হবে।অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে বিরোধ নিষ্পত্তি খুবই জরুরি।এসময় আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ভোটে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি পরিকল্পনায় রয়েছে বলেও জানান তিনি।ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন কমিশন আমাদের মতামত সাদরে গ্রহণ করেছে। আমরা বলেছি, আগামী নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। সব দল অংশ নেবে বলেও আশা করছি। এছাড়া, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইসি।এর আগে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে ৬ মাস আগেও ইইউয়ের সাথে বৈঠক করেছিল নির্বাচন কমিশন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ