সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৫:৩৩
ব্রেকিং নিউজ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরণবার্তা ডেস্ক : পঞ্চগড়ের তেতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন । মাঝারি শৈত্যপ্রবাহের জেরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। নওগাঁয় প্রচণ্ড শীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ এবং ঘন কুয়াশায় অনুভূত হচ্ছে তীব্র শীত। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। হবিগঞ্জে কয়েক দিন শীতের তীব্রতা থাকলেও গতকাল থেকে সূর্যের দেখা মেলায় ঠান্ডা কিছুটা কমেছে। পাবনার তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াসে নামায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের জীবনে। এদিকে কুয়াশা কম থাকায় স্বাভাবিক রয়েছে শরীয়তপুর-চাঁদপুর, লক্ষ্মীপুর-ভোলা, আরিচা-কাজিরহাট এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল।

এদিকে গতকাল থেকে রাজধানীর শীত পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার আবহাওয়া আজ সারাদিন শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ১৩ জানুয়ারির পর ঢাকায় হালকা বৃষ্টি হলে সারা দেশে আবারও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ছানাউল হক মন্ডল।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ