রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১৬
ব্রেকিং নিউজ

চুয়াডাঙ্গায় টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গায় টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরণবার্তা ডেস্ক : চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। প্রতিনিয়ত কমছে তাপমাত্রা। আজ রবিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। এমন আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। যারা বের হচ্ছে তারাও শরীরে বেশ কয়েকটি গরম কাপড় জড়িয়ে শীতের প্রস্তুতি নিয়েই বের হচ্ছে।
 
দামুড়হুদা উপজেলার পারদামুড়হুদা গ্রামের কৃষক আব্দুস সামাদ বলেন, প্রচণ্ড শীতে ধানের চারা লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ধানা লাগাব কিভাবে ভেবে পাচ্ছি না।চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার রিকশাচালক আয়নাল হোসেন বলেন, ‘ঘন কুয়াশা আর বাতাস বইছে। আমরা সকালে রিকশা নিয়ে বাইরে আসতে পারছি না। মানুষ কাজ ছাড়া বাইরে আসছে না। ফলে আমাদের আয় কমে গেছে।’ চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, চার দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরো কয়েক দিন এ রকম পরিস্থিতি বিরাজ করতে পারে।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ