সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৯:০৩
ব্রেকিং নিউজ

সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : বাংলাদেশ আওযামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি বা কেউ নির্বাচনে না আসলে তাতে কিছু যায়-আসে না। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করব যাতে বিএনপি নির্বাচনে আসে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই জানা যাবে তারা নির্বাচনে আসবে কিনা। আমার দৃঢ় বিশ্বাস তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
 
শনিবার(৭ জানুয়ারী২৩)ইং সকালে টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী ও পুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
 
এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের সকল উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে। বর্তমান সরকার জাতির পিতার কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে বাঁধা গ্রস্থ করতে বিএনপি পায়ারা করছে। বিএনপিকে ১৫ সালের মত হরতাল দিয়ে রেল লাইন তুলে ফেলা, বিদ্যুতের সংযোগ কেটে ফেলা, গাড়ীতে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্য করার মত কোন ধরণের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে আনতে সংলাপ হতেই পারে। যে কোন সমস্যার সমাধানে সংলাপের কোন বিকল্প নেই। সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হয়। সংলাপের দরজা আওয়ামী লীগ সব সময় খোলা রেখেছে। তবে সংবিধানের আলোকে সববিছু হতে হবে।
 
আগামী সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি অতীতের মতো সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করবে। দেশের আইনশৃংখলা বাহিনী অনেক সু-শৃংখল ও সক্ষম। তাদের দায়িত্ব দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। সামরিক বাহিনী অন্যান্য সিভিল প্রশাসন তারা এটা মোকাবেলা করবে। এবং এখানে আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগের দায়িত্ব হবে প্রশাসন কে সহযোগীতা করা, আমরা সেটা রাজনৈতিকভাবে করব। বিএনপি অতীতেও আন্দোলনের কথা বলেছে। এখনও বলছে, ভবিষ্যতেও বলবে। কিন্তু তারা কোন আন্দোলনই করতে পারবে না। আন্দোলনের নামে তারা দেশের মানুষের জানমালের ক্ষতি করবে। কিন্তু আমরা তা হতে দেবনা। দেশে সময় মতো, সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন অবশ্যই আর্ন্তজাতিক ভাবে গ্রহণযোগ্য হবে। 
 
যত আন্দোলনই করুক আমাদের ধারনা বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ গ্রহণ করবে এবং অন্যান্য দলগুলোও নির্বাচনে অংশ গ্রহণ করবে। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাফল্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ মধুপুর। শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি এ অঞ্চলের আলোকোজ্জ্বল বিদ্যাপীঠ। যা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতিতে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বিগত ৫০ বছরে এর সুনাম শুধু সারাদেশে নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে-যা গর্ব করার মতো। আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
 
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নুর রহমানের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী ও পুর্নমিলনী অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, ও বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ চন্নু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ