সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৩০
ব্রেকিং নিউজ

মেট্রোরেল উদ্বোধনে নিরাপত্তায় থাকবে র‌্যাবের হেলিকপ্টার

মেট্রোরেল উদ্বোধনে নিরাপত্তায় থাকবে র‌্যাবের হেলিকপ্টার

উত্তরণবার্তা  প্রতিবেদক : র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন বলেছেন, মেট্রোরেল উদ্বোধনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র‌্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কারওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টার সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

কমান্ডার মঈন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও যাবেন। ১০ মিনিটের এই যাত্রায় র‌্যাবের পক্ষ থেকে সাদা পোশাকে গোয়েন্দারা বহুতল ভবনে অবস্থান নেবে। পাশাপাশি আকাশে র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত থাকবে। মূলত উদ্বোধনী অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে। উল্লেখ্য, ২৮ ডিসেম্বর বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত এ ট্রেন চলাচল করবে।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ