রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০০:০৮

অনলাইনে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ২৯ ডিসেম্বরের মধ্যে

অনলাইনে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ২৯ ডিসেম্বরের মধ্যে

উত্তরণবার্তা ডেস্ক : নতুন শিক্ষাক্রমের বিষয়ে অনলাইনে গত শনিবার ও গত রোববার দুই দিন সব শিক্ষককে অনলাইনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্তু সার্ভার জটিলতা ও অন্যান্য কারণে সব শিক্ষক এ প্রশিক্ষণ নিতে পারেননি। যেসব শিক্ষক এখনো এ প্রশিক্ষণ নিতে পারেননি তাদের আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে এ প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত শনিবার ও গত রোববার মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে নতুন শিক্ষাক্রমের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নিতে সব শিক্ষককে নির্দেশ দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সার্ভার জটিলতা, লগইন করতে না পড়া ও লিংক খুঁজে না পাওয়াসহ নানা কারণে সব শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিতে পারেননি। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত  সোয়া দুই লাখের মতো শিক্ষক এতে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ২৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নেয়ার সুযোগ দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড করা এ প্রশিক্ষণ কোর্স যেকোনো সময় করার সুযোগ আছে। নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন।২৯ ডিসেম্বরের মধ্যে শিক্ষককের অনলাইনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্স করার নির্দেশনা দিয়ে জারি করা আদেশে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয় (যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের অংশ হিসেবে শিগগির বিষয়ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় সেসব প্রতিষ্ঠানের শিক্ষকেরা এখনো প্রশিক্ষণ নিতে পারেননি তাদের অনলাইন মুক্তপাঠ ই-লার্নিং প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ‘বিষয়ভত্তিক অনলাইন প্রশিক্ষণ’ কোর্সটি আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া হলো। অধিদপ্তর আরও জানিয়েছে, এ প্রশিক্ষণে অংশগ্রহণ করার বাধ্যতামলূক। এ প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK