সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:০০
ব্রেকিং নিউজ

পাচারের সময় বেনাপোলে সোনার বারসহ ২ পাচারকারী আটক

পাচারের সময় বেনাপোলে সোনার বারসহ ২ পাচারকারী আটক

উত্তরণবার্তা প্রতিবেদক : যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দেড় কোটি টাকার ১৭টি সোনার বার (১ কেজি ৯৮৩ গ্রাম) সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। ২৪ ডিসেম্বর শনিবার দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।আটকরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)। এ সময় আরো দুজন পালিয়ে যায়। তার হলেন, একই থানার বালুন্ডা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও জহির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (২৮)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে একটা সোনার চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়। আটক সোনার বাজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। আটককৃত সোনা ট্রেজারীতে জমা করা ও পাচারকারী দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ