সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:১৬

কোমল পানীয়র আড়ালে মাদক পাচার

কোমল পানীয়র আড়ালে মাদক পাচার

উত্তরণবার্তা প্রতিবেদক : কোমল পানীয় পরিবহনের আড়ালে গাঁজা পাচার করছিল মাদক কারবারিরা। একটি কাভার্ড ভ্যানসহ ৩৪ কেজি গাঁজা জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ ডিসেম্বর রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর বিভাগের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদ টোল প্লাজার উত্তর পাশের ঢালে ট্রাক কন্টেইনার ও কন্ডাক্টর-হেলপারদের কেন্দ্রীয় হাজিরা ঘরের সামনের রাস্তায় ৩৪ কেজি গাঁজাভর্তি একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় ভ্যানচালক ও মাদক কারবারি মো. মঞ্জুর আলম ও হেলপার তরিকুল ইসলাম রাজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তথ্য ছিল বিভিন্ন কোম্পানির কোমল পানীয় পরিবহনের আড়ালে একটি চক্র হবিগঞ্জ ও সিলেট থেকে গাঁজার বড় চালান এনে ঢাকা, গাজীপুর ও সাভারে ডিলারদের কাছে পাইকারি দরে বিক্রি করে।

 গাঁজার একটি বড় চালান ঢাকায় আনার তথ্য পেয়ে আমরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করি। হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদ টোল প্লাজার উত্তর পাশের ঢালে ট্রাক কন্টেইনার ও কন্ডাক্টর-হেলপারদের কেন্দ্রীয় হাজিরা ঘরের সামনে অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। যশোর-ট-১১-৩৪৪৪ নম্বরের কাভার্ডভ্যানটি সেখানে পৌঁছালে অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক তমিজ উদ্দিন ভূঁইয়ায় নেতৃত্বে ভ্যানটির গতি রোধ করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হবিগঞ্জ থেকে গাঁজার চালানটি সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল।মাদক কারবারিরা বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে গাঁজার বড় চালান আনত। এর আগেও তারা গাঁজার একাধিক চালান সরবরাহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চক্রের একাধিক সদস্যের নাম ও পরিচয় জানা গেছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ