শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:১১

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার নলিতাবাড়ি উপজেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ইফফাত জাহান তুলি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক ও সাধারন সম্পাদক হীরেন্দ্র চন্দ্র বর্মণ প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায ২০২২-২৩ অর্থবছরে নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এই শিক্ষাবৃত্তি বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে দুইহাজার ৪০০ টাকা হারে তিনলাখ ৬০ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে ছয়হাজার টাকা হারে সাতলাখ ২০ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে নয়হাজার ৬০০ টাকা হারে সাতলাখ ৬৮ হাজার টাকাসহ মোট ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK