শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৫৮

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত তিন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত তিন

উত্তরণবার্তা ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরামশাহ এলাকায় সোমবার আত্মঘাতী বোমা হামলায় এক সেনাসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন। ২০ ডিসেম্বর মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন। পাক আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) একটি অফিসিয়াল বিবৃতিতে জানায়, উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরামশাহ এলাকায় একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। এতে নায়েক আবিদ (৩৩) এবং দুই বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং একজন বেসামরিক ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে যে, বোমা হামলাকারী একটি রিকশা সমেত নিরাপত্তা বাহিনীর গাড়িতে ধাক্কা দেয়, এরপর বিস্ফোরণ ঘটে।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যোগ করেছেন, হামলার পর নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক বিবৃতিতে মিরামশাহে আত্মঘাতী সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা কখনই তাদের ঘৃণ্য পরিকল্পনায় সফল হবে না। মিরামশাহতে পাঁচ দিন আগেও আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় এক সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয় এবং অন্তত ৯ জন আহত হয়। এর আগে শুক্রবার, উত্তর ওয়াজিরিস্তানের মিরালি মহকুমার খাদরি এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলার পর একটি গাড়িতে আগুন লেগে তিনজন নিহত হয়। সরকারি সূত্রে জানা গেছে, ওই তিন ব্যক্তি গাড়িতে করে তাদের গ্রামে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে মিরালী হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মধ্যে একজনের নাম করম খান, বাকি দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK