রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:২১
ব্রেকিং নিউজ

কপ-১৫ : জীববৈচিত্র্য রক্ষায় সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর ঐকমত্য

কপ-১৫ : জীববৈচিত্র্য রক্ষায় সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর ঐকমত্য

উত্তরণবার্তা ডেস্ক : জীববৈচিত্র্য রক্ষায় অবশেষে ঐকমত্যে পৌঁছেছে কপ-ফিফটিন সম্মেলনে অংশ নেয়া দেশগুলো। বৈশ্বিক জীববৈচিত্র্য রক্ষায় নেয়া প্রস্তাব ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে এই ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে দেশগুলো। খবর বিবিসির। ১৯ ডিসেম্বর সোমবার কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত কপ-১৫ জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনের শেষ দিন এ বিষয়ে ঐকমত্য হয়।

চুক্তিতে বলা হয়, প্রকৃতি রক্ষায় বরাদ্দ রাখা হবে পৃথিবীর আয়তনের এক-তৃতীয়াংশ। এর পাশাপাশি বাস্তুসংস্থান, বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্তের রেইন ফরেস্ট, জলাভূমি সংরক্ষণ এবং আদিবাসীদের অধিকার রক্ষার বিষয়েও একমত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। জীববৈচিত্র্য রক্ষায় বিপন্ন প্রজাতি রক্ষার উদ্যোগ নেয়ারও তাগিদ দেয়া হয় সম্মেলনে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK