শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০১

থার্টিফাস্ট নাইটে কঠোর বিধি-নিষেধ জারি রাজধানীতে থাকবে কড়া নিরাপত্তাও

থার্টিফাস্ট নাইটে কঠোর বিধি-নিষেধ জারি রাজধানীতে  থাকবে কড়া নিরাপত্তাও

উত্তরণবার্তা প্রতিবেদক : থার্টিফাস্ট নাইটে এবারও কঠোর নিরাপত্তায় অবরুদ্ধ থাকবে রাজধানী। চাইলেই উন্মুক্ত স্থানে বা রাস্তায় কনসার্টসহ কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আতশবাজি বা পটকা ফোটানোতেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বড়দিনে চার্চ ও কূটনৈতিক পাড়াগুলোতেও থাকবে বিশেষ নিরাপত্তা। ১৯ ডিসেম্বর সোমবার থার্টিফাস্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে রাজধানীজুড়ে নানা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী, এদিন আতশবাজি বা পটকা ফোটানো যাবে না, কোনো ভুভুজেলা (বিশেষ বাঁশি) বাজানো যাবে না। মোড়ে-মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির মুখ পড়তে হবে রাজধানীবাসীকে। রাস্তায় বা উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানও করা যাবে না। বন্ধ থাকবে বার। মাদকের অপব্যবহার বন্ধে ২৪ ঘণ্টাই চলবে বিশেষ অভিযান।

থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমরা কোনো রাস্তা, ফ্লাইওভার বা উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছি। জনগণের চলাচলে বিঘ্ন ঘটে এমন কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিয়ম মেনে ও অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে বলে জানান তিনি। মন্ত্রণালয়ের সভায় বড়দিনের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চার্চে ও কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা থাকবে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য থাকলে জানাতে হবে ট্রিপল নাইনে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ