সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:০৭
ব্রেকিং নিউজ

পাকিস্তানে থানা দখলে নিল ‘আটক’ জঙ্গিরা জিম্মি পুলিশ

পাকিস্তানে থানা দখলে নিল ‘আটক’ জঙ্গিরা  জিম্মি পুলিশ

উত্তরণবার্তা ডেস্ক : পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে হেফাজতে থাকা ৩০ জনেরও বেশি জঙ্গি একটি থানার দখল নিয়েছে। রবিবার তারা সেখানকার দায়িত্বরতদের পরাস্ত করে এবং অস্ত্র ছিনিয়ে নেয়। সেখানে এখন বেশ কয়েকজন কর্মকর্তা জিম্মি রয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। খাইবারপাখতুনখোয়া প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ আলী সাইফ রবিবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, সন্ত্রাসবাদের সন্দেহে আটক হওয়া ওই জঙ্গিরা নিরাপদে আফগানিস্তান যাওয়ার সুযোগের দাবি জানিয়েছে।
 
নাম প্রকাশ না করার শর্তে বান্নু শহরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘জিজ্ঞাসাবাদের সময় জঙ্গিদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং পরে সব কর্মীদের জিম্মি করে। তারা স্থল বা আকাশপথে নিরাপদে আফগানিস্তান যাওয়ার দাবি জানিয়েছে। তারা সব জিম্মিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় এবং পরে জিম্মিদের আফগান সীমান্তে বা আফগানিস্তানের অভ্যন্তরে ছেড়ে দিতে চায়। ’
 
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ ঘটনার দায় স্বীকার করেছে এবং কর্তৃপক্ষকে সীমান্ত এলাকায় আফগানিস্তানে যাওয়ার নিরাপদ পথের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘অন্যথায় পরিস্থিতির পুরো দায়ভার সেনাবাহিনীর ওপর বর্তাবে। ’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে একদল সশস্ত্র লোককে দেখা গেছে, যাদের একজন সব জিম্মিকে হত্যার হুমকি দিচ্ছে। ভিডিওটি ঘটনাস্থলের বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা। সেখানে পুলিশ ও সামরিক কর্মীসহ অন্তত আটজন জিম্মি রয়েছেন বলে জানান তিনি।
 
টিটিপি গোষ্ঠী আফগান তালেবান থেকে ভিন্ন। কিন্তু তারা একই রকম কট্টরপন্থী মতাদর্শ ধারণ করে।  ২০০৭ সালে গোষ্ঠীটি আত্মপ্রকাশ করে এবং পাকিস্তানে মারাত্মক সহিংস কর্মকাণ্ড শুরু করে। পরে ২০১৪ সালে সামরিক পদক্ষেপের মাধ্যমে তা শেষ হয়। প্রসঙ্গত, ২০১২ ও ২০১৩ সালে কয়েক ডজন ভারী অস্ত্রধারী তালেবান যোদ্ধা বান্নু শহরের একটি কারাগারে রাতভর দুটি অত্যাধুনিক হামলার সময় কট্টর জঙ্গিসহ ছয় শতাধিক বন্দিকে মুক্তি দেয়। সূত্র : এএফপি
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK