শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৪৪
ব্রেকিং নিউজ

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ, ৮ উইকেটে ১৩৩ রান

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ, ৮ উইকেটে ১৩৩ রান

উত্তরণবার্তা ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ফলোঅনের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ভারতের চেয়ে আরো ২৭১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের আরো দরকার ৭২ রান, হাতে মাত্র দুটি উইকেট।
 
আজ টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে ৪০৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় মাত্র ৫ রানেই বাংলাদেশ হারায় নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। শান্ত মেরেছেন ‘গোল্ডেন ডাক’। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজের শিকার হন এই বাঁহাতি। তিনে নামা রাব্বি ৪ রান করেই বোল্ড হন। তাঁর উইকেটটি পান উমেস যাদব। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস সিরাজের দ্বিতীয় শিকার হন। ৩০ বলে ২৪ রান করেন তিনি।
 
ওপেনার জাকির হাসানও সিরাজের বলে নাকাল হয়েছেন। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে ২০ রান এসেছে তার ব্যাট থেকে। দলীয় ৭৫ রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। ২৫ বলে ৩ রান করেছেন এই অলরাউন্ডার। এরপর নুরুল হাসান ১৬, মুশফিকুর রহীম ২৮ ও তাইজুল ইসলাম শূন্য রানে ফিরে গেলে ১০২ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। মিরাজ ১৬ ও এবাদত ১৩ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব চারটি উইকেট পেয়েছেন। তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ