শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৪৮

ইশান কিশানের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে ৪১০ রানের টার্গেট দিল ভারত

ইশান কিশানের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে ৪১০ রানের টার্গেট দিল ভারত

উত্তরণবার্তা ডেস্ক : প্রথম আন্তর্জাতিক দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে চারশ রান করলো ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব‌্যাটিংয়ের সুযোগ পেয়ে রানের ফুলঝুরি ছুটিয়ে ৮ উইকেটে ৪০৯ রান করে দুইবারের বিশ্ব চ‌্যাম্পিয়নরা।
 
ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন তরুণ ক্রিকেটার ইশান কিশান। সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। দুজনের ব‌্যাটিং তাণ্ডবেই মূলত পুড়েছে বাংলাদেশ। দুজন ২৯০ রানের জুটি গড়েন যা বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে কিম্বারলিতে ২০১৭ সালে হাশিম আমলা ও কুইন্টন ডি কক ২৮২ রান করেছিলেন। তাদের জুটি অবশ‌্য অপরাজিত ছিল।
 
ইশান নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়েছেন। ১৩১ বলে ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার। রোহিত শর্মার চোটে তাকে সুযোগ দিয়েছিল টিম ম‌্যানেজমেন্ট। সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা ভালোভাবে করে দেখিয়েছেন ইশান। 
 
সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি ১ রানে লিটনের হাতে ক‌্যাচ দিয়ে জীবন পান। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ৯১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করেন। ২০১৯ সালের পর বিরাট কোহলি প্রথম ওয়ানডে ফরম‌্যাটে সেঞ্চুরির স্বাদ পেলেন। যা তার ক‌্যারিয়ারের ৪৪তম ওয়ানডে সেঞ্চুরি। তিন ম‌্যাচ সিরিজে ২-০ ব‌্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ বাংলাদেশ জিতলে প্রথমবার ভারতকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ