রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০০:৩১
ব্রেকিং নিউজ

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর বনানীর কাকলি এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশ অভিযান চালিয়েছে। শনিবার রাতে এই অভিযান চালানো হয়। হোটেলগুলোতে জঙ্গিরা অবস্থান করছে-এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, কাকলি এলাকায় আবাসিক হোটেলে জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে অভিযান চালানো হয়। এছাড়াও নাশকতা সন্দেহে বেশ কয়েকটি আবাসিক ও মেসে অভিযান চালানো হয়। এ বিষয়ে গুলশান বিভাগের ডিসি আব্দুল আহাদ বলেন, বনানি ও কাকলি এলাকায় জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লক রেইড চলছে। এদিকে, পল্টন এলাকা ও মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে হোটেল রহমানীয়াতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান।

একইভাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনাক্রমে আজ রাত থেকে রাজধানীতে ব্লক রেইড শুরু হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিলে পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে বলা হয়, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK