শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:০৫
ব্রেকিং নিউজ

রাসায়নিক মিশিয়ে আখের গুড় তৈরি, কারাদণ্ড

রাসায়নিক মিশিয়ে আখের গুড় তৈরি,  কারাদণ্ড

উত্তরণবার্তা প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসায় মানবদেহের ক্ষতিকারক রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরি হচ্ছে। এ অপরাধে দুইজনকে জেলা-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ নভেম্বর রোববার দুপুরে খোকসা পৌরসভার ৪নং ওয়ার্ডের ডাকবাংলো সড়কস্থ দিলীপ বিশ্বাসের গুড় তৈরির কারাখানায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এ সময় কুষ্টিয়া র‍্যাব ১২ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন ওই কারখানার ম্যানেজার উজ্জল বিশ্বাস ও ক্রেতা জয়নাল আবেদীন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, কারখানার ম্যানেজার উজ্জ্বল বিশ্বাসকে ৬ মাসের কারাদণ্ড এবং ক্রেতা জয়নাল আবেদীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK