রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৪৭

বরিসকে নাগরিকত্ব দিল ইউক্রেন

বরিসকে নাগরিকত্ব দিল ইউক্রেন

উত্তরণবার্তা ডেস্ক : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে কিয়েভ। গত বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো তার টেলিগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ইউক্রেনের একজন মহান বন্ধু বরিস জনসনকে কিয়েভের সম্মানসূচক নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে কিয়েভ সিটি কাউন্সিল।

যুক্তরাজ্যের ক্ষমতায় থাকাকালে বরিস জনসন বেশ কয়েকবার ইউক্রেনের রাজধানী পরিদর্শন করেছেন। বিশেষ করে যুদ্ধ চলাকালে তিনিই প্রথম কিয়েভ সফর করেন এবং জেলেনস্কির সাথে একাত্মতা পোষণ করে তাকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK