সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৩৪
ব্রেকিং নিউজ

শিল্পকলা একাডেমিতে ‘নবান্ন উৎসব-১৪২৯’ আগামীকাল

শিল্পকলা একাডেমিতে ‘নবান্ন উৎসব-১৪২৯’ আগামীকাল

উত্তরণবার্তা প্রতিবেদক : আগামীকাল ‘নবান্ন উৎসব-১৪২৯’ এর আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। প্রতি বছরের মতো পহেলা অগ্রহায়ণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। একাডেমির উন্মুক্ত মঞ্চে বুধবার সকাল সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত  চলবে নানা কার্যক্রম। উৎসবে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সকাল সাড়ে সাতটায় শিল্পীদের সুরের মূর্ছনার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হবে। সঙ্গীতশিল্পী সালমা আকবর, আবুবকর সিদ্দিকী, মহাদেব ঘোষ, বুলবুল মহলানবীশ, অনিমা মুক্তি গোমেজ, বিজন চন্দ্র মিস্ত্রি, আবৃত্তিশিল্পী অহকাম উল্লাহ, রূপা চক্রবর্তী, মাসকুর এ সাত্তার কল্লোলসহ আরো অনেকে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করবেন।
 
নবান্ন কথনে অংশ নিবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো: শাহিদুর রশিদ ভূঁইয়া, একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সহসভাপতি কাজী মদিনার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করবেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। এছাড়াও উৎসবে পিঠার স্টল থাকছে এবং সকলের জন্য খৈ, মুড়কি, মোয়া ও মুরালি আহারের ব্যবস্থা থাকবে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK