শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৪৩

ঋণ গ্রহণে আইএমএফের কঠিন শর্ত মানা হবে না : ওবায়দুল কাদের

ঋণ গ্রহণে আইএমএফের কঠিন শর্ত মানা হবে না   :  ওবায়দুল কাদের


উত্তরণবার্তা প্রতিবেদক : ঋণ গ্রহণে আইএমএফের কোনো কঠিন শর্ত মানা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘রিজার্ভে চাপ পড়েছে। আশা করি, ধীরে ধীরে স্বস্তিদায়ক হবে। টাকার প্রয়োজন আছে। আইএমএফের ঋণ আমাদের প্রয়োজন আছে কিন্তু কোনো কঠিন শর্ত মেনে নেয়া হবে না। যৌক্তিক পরামর্শ মেনে ঋণ নেয়া হবে। ’ ৯ নভেম্বর বুধবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ার গতি কমেছে। ধীরে ধীরে স্বস্তি আসবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় বিশ্ব রাজনীতি বদল করবে। কারণ প্রেসিডেন্টের একক ক্ষমতা খর্ব হবে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিস্থিতিও পরিবর্তিত হবে। ’আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে ২৪ ডিসেম্বরের আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমক হবে না। জাতীয় সম্মেলনের আগে সারাদেশের কাউন্সিলগুলো শেষ করা হবে। জাতীয় কাউন্সিলের জন্য ১১টি উপকমিটি হয়েছে। ’

সেতু উদ্বোধন নিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে একশ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় এতগুলো সেতু একসঙ্গে উদ্বোধন আগে হয়েছে বলে মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ। ’কর্ণফুলী নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ২৬ নভেম্বর আংশিক খুলে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে সংকটে দেশ রয়েছে তা থেকে বেরিয়ে আসা বিএনপির মূল লক্ষ্য নয়। বরং রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য। বিএনপি সমাবেশের মাধ্যমে প্রস্তুত হচ্ছে। কিন্তু সরকার ভয় পায় তাদের আগুন সন্ত্রাস। গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। আমাদের চেষ্টা আছে। আছে ভুলত্রুটি এবং সংশোধনের চেষ্টাও। ’তিনি আরও বলেন, ‘বিএনপি তত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বললেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। তাদের টাকার উৎস ও কাকে কত দেওয়া হবে সেটার হিসাব করছে, সেটাও আমরা জানি। ’ নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেটা আছে সেটা আজিজ মার্কা কমিশন নয়। আইনগতভাবে কমিশন কাজ করবে। এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির আপত্তি কোথায়?’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK