বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২২:২১

১৮ বছর পর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখল দেশ

১৮ বছর পর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখল দেশ

উত্তরণবার্তা ডেস্ক : সাবরিনা সুলতানা চট্রগ্রাম থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে এসেছেন রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। মঙ্গলবার বেলা ৩টা ৯ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয়। পূর্ণগ্রহণ শুরু হয় বিকাল ৪টা ১৬ মিনিটে, চলে ৫টা ৪১ মিনিট পর্যন্ত। যা উপভোগ করেছেন সাবরিনার মতো অনেকেই। আর এতে করে দীর্ঘ ১৮ বছর পর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখল বাংলাদেশ। মঙ্গলবার বিকাল ৪টা ১৬ মিনিটে শুরু হয়ে পূর্ণগ্রহণ চলে প্রায় দেড় ঘণ্টা। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে সর্বসাধারণের পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়। সেখানে টেলিস্কোপে চাঁদের এমন অবস্থান দেখতে উচ্ছাস দেখা গেছে অনেকের মাঝে । চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় থাকলে এবং চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়লে চন্দ্রগ্রহণ হয় বলে জানান বিজ্ঞানীরা। এদিকে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকে দেখা যায় এ পূর্ণ চন্দ্রগ্রহণ। সেখানে শুরু হয় বিকাল ৫টা ৯ মিনিট ১৮ সেকেন্ডে আর শেষ হয় ৭টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ডে। খুলনায় ৫টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে স্থায়ী হয় ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত।

বরিশালে শুরু হয় ৫টা ১৪ মিনিট ২৪ সেকেন্ডে আর শেষ হয় ৭টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে। রাজশাহীতে শুরু ৫টা ১৮ মিনিট ৩৬ সেকেন্ডে আর শেষ হয় ৮টা ৩ মিনিট ৪২ সেকেন্ডে। রংপুরে থেকে শুরু হয় ৫টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে, শেষ হয় ৮টা ৩৬ সেকেন্ডে। পূর্ণ চন্দ্রগ্রহণ সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়েছে খুলনা, রাজশাহী ও রংপুরের আকাশে।এদিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান জানান, বছরে সর্বোচ্চ ৩টা চন্দ্রগ্রহণ, হতে পারে। চন্দ্রগ্রহণে পৃথিবীর কাছাকাছি চাঁদ চলে গেলে তা দেখতে তুলনামূলক বড় হয়। তখন সেই চাঁদকে সুপার মুনও বলা হয়। এমন পরিস্থিতিতে চাঁদের উজ্জ্বলতা তুলনামূলক বেশি হয় বলে জানান তিনি। মহাবিশ্বের বিশেষ ঘটনার পাশাপাশি প্রতি শুক্র ও শনিবার আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ নক্ষত্র দেখানো হয় বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে।স্পেস ডটকম জানিয়েছে, আগামী প্রায় আড়াই বছরের জন্য এটিই শেষ পূর্ণ বলয়গ্রাস চন্দ্রগ্রহণ। পরের পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত। ওইদিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ওই বছরের ৭ সেপ্টেম্বর আরও একটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK