শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫৮
ব্রেকিং নিউজ

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০

উত্তরণবার্তা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে  মোট মৃত্যু দাঁড়ালো ২৯ হাজার ৪২৫ জনে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৪০ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জনে।
 
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK