রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:৫৪
ব্রেকিং নিউজ

শেখ হাসিনা আহ্বায়ক, সদস্যসচিব কাদের

শেখ হাসিনা আহ্বায়ক,  সদস্যসচিব কাদের

উত্তরণবার্তা প্রতিবেদক : আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আহ্বায়ক করে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্যসচিব। এর বাইরে ১১ উপকমিটি গঠন করে যার যার দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। গতকাল রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন নিয়ে প্রস্তুতি সভা শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাংবাদিকদের এ তথ্য জানান।

২২ তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত উপকমিটিগুলোর সদস্যরা হলেন অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্যসচিব ডা. দীপু মনি, অর্থ উপকমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ; সদস্যসচিব এইচ এন আশিকুর রহমান, ঘোষণাপত্র উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম; সদস্যসচিব আব্দুর রহমান, দপ্তর উপকমিটির আহ্বায়ক ড. অনুপম সেন; সদস্যসচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক; মির্জা আজম, প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু; সদস্যসচিব ড. আব্দুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ; সদস্যসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গঠনতন্ত্র সংশোধন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক; সদস্যসচিব ড. সেলিম মাহমুদ, স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন; সদস্যসচিব ডা. রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আতাউর রহমান; সদস্যসচিব অসীম কুমার উকিল, খাদ্য উপকমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ