রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৫৩

'বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনা ভালোভাবে দেশ চালাচ্ছেন'

 'বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনা ভালোভাবে দেশ চালাচ্ছেন'

উত্তরণবার্তা প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে দেশ চালাচ্ছেন। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'ডিআরই সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা ২০২২' অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর বহু দেশ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এশিয়ার বহু দেশ রিজার্ভ ভেঙে খাচ্ছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনা ভালোভাবে দেশ চালাচ্ছেন। তথ্যমন্ত্রী বলেন, ইউরোপ,আমেরিকাসহ গোটা পৃথিবীতে জ্বালানিসহ নানা সংকট চলছে। বিএনপি রিজার্ভ নিয়ে কথা বলে, তাদের সময়ে রিজার্ভ ছিল তিন বিলিয়ন ডলার। আমাদের দেশে ৫ মাসের রিজার্ভ আছে। যেখানে তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট।

মন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতির সংকটের সুযোগে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। এর বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রচারে সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, এখন টেলিভিশন টকশোতে সাংবাদিক বা অতিথিরা বিশ্ব পরিস্থিতি না তুলে শুধু দেশের সংকটের কথা তুলে ধরেন। এসময় যুদ্ধকালীন সংকট পরিস্থিতি তুলে ধরে কথা বলার আহ্বান জানান তিনি।তথ্যমন্ত্রী বলেন, সরকারের ভুলত্রুটি সমালোচনা থাকবে। সেইসঙ্গে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গুজব রটানোকারীদের বিরুদ্ধেও সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। ক্রয়ক্ষমতার দিক থেকে বাংলাদেশ ৩১তম অর্থনীতির দেশ হিসেবে ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও জানান ড. হাছান মাহমুদ।
উত্তরণবার্তা/এআর

 

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ