শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৭:৩৯
ব্রেকিং নিউজ

ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি চক্রের মূলহোতা গ্রেফতার

ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি চক্রের মূলহোতা গ্রেফতার

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ এলাকা হতে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।
 
রাজধানীর সবুজবাগ থানাধীন এলাকায় বাসাবো খাজানা কম্পিউটার এন্ড স্টুডিও নামক দোকানে ১৬/১০/২০২২ তারিখ ২০০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী চক্রের মূলহোতা ১। মোঃ সাইফুল ইসলাম (৪৩), পিতা-মৃত আবুল খায়ের, সাং-বাসাবো, থানা-সবুজবাগ, ডিএমপি ঢাকাকে ০১ টি জাল সার্টিফিকেট, ০৩ টি ভুয়া এনআইডি কার্ড, ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০১ টি কীবোর্ড, ০১ টি মাউস এবং ০১ টি প্রিন্টারসহ গ্রেফতার করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
 
অধিনায়ক আরো জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন যাবৎ প্রতারনার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ জনগনের সরলতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে তাদেরকে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করে সরবরাহ করত। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK