রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১৪
ব্রেকিং নিউজ

আমরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা রাখি না: জাভি

আমরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা রাখি না: জাভি

উত্তরণবার্তা ডেস্ক : এগিয়ে গিয়েও ইন্টার মিলানের কাছে হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হতো। কিন্তু রবার্ট লেভানডোভস্কি জোড়া গোল করলে ৩-৩ এ ড্র করে আপাতত ছিটকে যাওয়া থেকে বেঁচে গেছে তারা। তবে পরের ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ইন্টার হারালেই কাতালানদের বিদায় নিশ্চিত। টানা দ্বিতীয় আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা বার্সেলোনা ক্যাম্পে। ইন্টারের সঙ্গে ন্যু ক্যাম্পে নাটকীয় ড্রয়ের পর দলের সমালোচনা করতে কুণ্ঠাবোধ করেননি কোচ জাভি হার্নান্দেজ।
 
স্প্যানিশ কোচ দলের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘ঘরের মাঠে যদি ইন্টারকে হারাতে না পারেন, তার মানে আপনি চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার যোগ্য নয়। এর আগের মৌসুমে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, কিন্তু এই মৌসুমে আমরা ভালো করছিলাম। এবার আমাদের ভুল ছিল।’ জাভি নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি খুব হতাশ, মনঃক্ষুণ্ন। খুব রাগ হচ্ছে। আমাকে আত্মসমালোচক হতে হবে। আমরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা রাখি না। এটা আমাকে কষ্ট দেয়, কিন্তু এটাই সত্যি।’
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK