শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:১৯
ব্রেকিং নিউজ

‘সিত্রাং’ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘সিত্রাং’ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরণবার্তা প্রতিবেদক : বর্ষা মৌসুম বিদায়চক্রের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টির আশঙ্কা প্রবল হচ্ছে। মার্কিন আবহাওয়া অফিসের দাবি, ভয়ংকর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আগামী ২২ অক্টোবর দেশের উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ অক্টোবর বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সারাদেশে দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘মার্কিন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র সিত্রাং নামে যে সুপার সাইক্লোন আসার কথা বলছে,  সেটিকে মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত আছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সবাইকে প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীও। খাদ্য থেকে শুরু করে সাইক্লোন সংশ্লিষ্ট এলাকায় বাসস্থানের ব্যবস্থা করে রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।’ তিনি আরও বলেন, ‘মার্কিন আবহাওয়া অফিস বললেও এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়নি। বাংলাদেশের আবহাওয়াবিদরা এখনও বলেননি এই ঘূর্ণিঝড় দেশে আসতে পারে। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ