শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৪:৫৩
ব্রেকিং নিউজ

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণ বিবেচনায় রাখতে হবে : প্রধানমন্ত্রী

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণ বিবেচনায় রাখতে হবে  :  প্রধানমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণ বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ অক্টোবর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই আহ্বান জানান।  গণভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক কমিটি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশ ও জনগণের কল্যাণ এবং বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার বিষয় আগে বিবেচনায় রাখতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। ’ উন্নয়নশীল দেশের যে মর্যাদা অর্জিত হয়েছে, তা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ