রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০১:১১
ব্রেকিং নিউজ

বসুন্ধরা কিংসে ইরানি ডিফেন্ডার মোহাম্মদ রেজা

বসুন্ধরা কিংসে ইরানি ডিফেন্ডার মোহাম্মদ রেজা

উত্তরণবার্তা ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে ২০২২-২৩ মৌসুমের দলবদল। প্রথমদিনেই ইরানি ডিফেন্ডার মোহাম্মদ রেজা খানজাদেহকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। ইরানি এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি সাক্ষরের পর এএফসি কাপের লক্ষ্য নিয়ে ইমরুল হাসান বলেছেন,'আপাতত রেজার সঙ্গে চুক্তি এক মৌসুমের জন্য। পারফরম্যান্স ভাল করলে বাড়তে পারে চুক্তির মেয়াদ। দলের কম্বিনেশনের জন্য যাকে উপযুক্ত মনে হয় আমরা তাকে নিয়ে আসি। ফুটবলারের প্রোফাইলের চেয়ে সে দলের সাথে কতটা মানিয়ে নিতে পারবে সেদিকে আমরা দৃষ্টি দিয়ে থাকি। আমরা তো ঘরোয়া সব ধরনের টুর্নামেন্ট জিতেছি। এখন অধরা এএফসি কাপে ভাল কিছু করা। সেই এএফসি কাপে ভাল করার লক্ষ্যেই দল সাজাচ্ছি। '
 
ঘরোয়া ফুটবলের সব ধরনের শিরোপা জেতা হয়ে গেছে বসুন্ধরা কিংসের। অবশ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনো সফলতার দেখা পায়নি ক্লাবটি। এএফসি কাপে তিনবার (একবার করোনায় বাতিল) অংশ নিয়ে একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি। সেই এএফসি কাপে ভাল করার লক্ষ্য নিয়েই এবার দল গড়ছে বললেন কিংস সভাপতি ইমরুল হাসান।
 
গত দুই মৌসুমে কিংসের রক্ষণভাগে খেলেছেন আরেক ইরানি ডিফেন্ডার খালেদ শাফি। প্রথম মৌসুমে আস্থার প্রতিদান দিলেও দ্বিতীয় মৌসুমে তাঁর মাঠ ও মাঠের বাইরের আচরণে খুশি নয় ক্লাব কর্তৃপক্ষ। এ কারণেই তাঁর বিকল্প হিসেবে রেজা খানজাদেহকে দলে টেনেছে বসুন্ধরা কিংস। ইমরুল হাসান বলেছেন,'গত দুই বছর খালেদ খেলেছে। সে নিঃসন্দেহে ভাল খেলোয়াড় কিন্তু তাঁর কিছু শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার নজরে আসে আমাদের, তাই বিকল্প চিন্তা করেই রেজাকে নিয়ে আসা। তাঁর ভিডিও দেখে, প্রোফাইল দেখে মনে হয়েছে আমাদের দলের সঙ্গে মানানসই হবে তাই তাকে দলে ভিড়িয়েছি। '
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK