বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৪৩

করোনা ভাইরাস: বাংলাদেশ কোভিড-১৯ রোগে আরো ৩৬ জনের মৃত্যু

করোনা ভাইরাস: বাংলাদেশ কোভিড-১৯ রোগে আরো ৩৬ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
 
এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৬ জন।
 
এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন।
 
গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪৩ জন।
 
বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা দুই লাখ ৫০ হাজার ৪১২ জন।
 
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯ জনের।
 
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১.৬৫ ভাগের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৯.৩ ভাগের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
 
করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ৪ হাজার ৮৫৯ জন।
 
এছাড়া ওই হিসাব অনুযায়ী যত মানুষের কোভিড ১৯ রোগ শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৭২.৭৪ভাগ মানুষ সুস্থ হয়েছেন।
 

  মন্তব্য করুন
     FACEBOOK