শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৩২

নীলফামারীতে দরিদ্র পরিবারের মধ্যে ২ হাজার হাঁস বিতরণ

নীলফামারীতে দরিদ্র পরিবারের মধ্যে ২ হাজার হাঁস বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার সদর উপজেলায় দরিদ্র পরিবারের আয় বৃদ্ধিতে ২০০ পরিবারের মধ্যে ২ হাজার হাঁস বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব হাঁস বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওর্য়াল্ড ভিশন। খাঁচাসহ ১০টি করে এই হাঁস বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচি কর্মকর্তা মৈত্রি স্যান্যাল, নগর উন্নয়ন প্রতিবেশি কমিটির ওয়ার্ড সভাপতি মো. নূর ইসলাম প্রমুখ।
 
স্বপন কুমার মন্ডল জানান, ২০০ দরিদ্র পরিবারের আয় বৃদ্ধিতে প্রতি পরিবারের মাঝে ১০টি করে ১২ থেকে ১৬ সপ্তাহ বয়সী হাঁস পালনের জন্য প্রদান করা হয়। এর মধ্যে নীলফামারী পৌর এলাকায় ৩৫, টুপামারী, খোকশাবাড়ী ও পলাশবাড়ী ইউনিয়নে ৫৫টি করে রয়েছে। যা পরিবারগুলোর উপার্জন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। 
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK