শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:০৭

একটু হাসুন : ফেক - গুডবাই

একটু হাসুন : ফেক - গুডবাই

উত্তরণবার্তা ডেস্ক : ‘হে শ্রদ্ধেয় কবিরাজ, কেমন আছেন?’

‘আপনি কি ফাজলামি করার চেষ্টা করছেন? আমাকে চেনেন?’

‘আপনার মতো তুমুল জনপ্রিয় ব্যক্তিকে চেনে না, এমন কে আছে? কিন্তু এভাবে কথা বলছেন কেন?’

‘আমি নাকি আপনি বলছেন? আমাকে কোথায় কবিরাজি করতে দেখেছেন শুনি?’

‘দেশজুড়েই তো করছেন।’

‘আমি দেশজুড়ে কবিরাজি করে বেড়াচ্ছি! ওই মিয়া, বলেন তো আমি কে?’

‘মিয়া তো আমি না, আপনি। কবি সমাজের মুকুটহীন সম্রাট, কবিরাজ ঝন্টু মিয়া। কবি রাজকে কবিরাজ বলব না?’

‘ও আচ্ছা, কবি রাজ। তাই বলেন। কবি রাজ আর কবিরাজ এক হলো?’

‘হলো না? কবি সমাজে নতুন তো, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু আপনার জটিল ভক্ত। এ ছাড়া আমার একটা ছোট্ট পরিচয় আছে। টুকটাক কবিতা লিখি।’

‘তাই নাকি? এ তো দারুণ ব্যাপার! কবি, কবি, ভাই, ভাই।’

‘আহা, শুনে হৃদয়টা জুড়িয়ে গেল। ভাই, একটা কবিতা লিখেছি, দেব আপনাকে?’

‘কেন দেবেন? একটা সদ্য প্রসূত কবিতা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যের হাতে তুলে দেয় কেউ! মিনিমাম একটা মাসও কি বুকের সঙ্গ আগলে রাখবেন না? এইটুকু দরদ থাকবে না?’

‘আপনার কথার মানে বুঝলাম না?’

‘আমাকে চেনেন না, জানেন না। চ্যাটিং-এ এসেই ধুম করে একটা প্রস্তাব দিয়ে বসলেন?’

‘চিনব না কেন? আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড। মাত্র ৯৬ লাইনের একটা স্বরচিত কবিতা লিখেছি। পাঠাই?’

‘না পাঠাবেন না। ৯৬ লাইন তো দূরের কথা, ৬ লাইনও না।’

‘এমন করছেন কেন ভাই? আপনি তো অনেকের কবিতা আবৃত্তি করেন। আমারটা করে দেবেন? বিশ্বাস করেন, কারও থেকে পুরো একটা লাইনও কপি করিনি। স্বরচিত।’

‘আপনার স্বরচিত কবিতা পড়োচিত হলে নিশ্চয়ই আবৃত্তি করব। তার আগে আপনাকে তো জানি। আপনি কে? মানে হু আর ইউ?’

‘আমি ফেক।’

‘কী!’

‘কেন? ফেক কি মানুষ না? এখন না হয় আপনার কবিতা অনেক পেপারে ছাপা হয়, ক’দিন আগে আপনিও তো ফেক ছিলেন।’

‘কী, আমি ফেক ছিলাম? ফেক তো মিয়া আপনি।’

‘আমি ফেক, অস্বীকার তো করছি না।’

‘আচ্ছা, একটা কথা বলুন তো, আমার কাছে কী চান? আপনিও পুরুষ, আমিও পুরুষ।’

‘হা হা হা...ভাই এটা কী বললেন? এখানে পুরুষ, মহিলার কী আছে? সব ফেক তো আপনার কাছেই ছুটে আসবে। আপনি আমাদের মতো সব নব্য কবিদের আইডল।’

‘ছি ছি ছি! এ কী কথা? আমি ফেকদের আইডল হতে যাব কেন?’

‘কারণ আপনি একজন স্বনামধন্য কবি।’

‘কবি হলেই ফেকদের আইডল হতে হবে নাকি?’

‘আলবৎ হবে। হতেই হবে।’

‘আচ্ছা ভাই, উত্তেজিত হবেন না। আপনার পুরো নাম কী?’

‘আউল বাউল ফেক।’

‘আউল বাউল তো বুঝলাম ফেক কেন বলছেন?’

‘বলব না? ফেক যে আমার অলংকার।’

‘ফেক কারও অলংকার হয়?’

‘কেন হবে না? নামের সঙ্গে ফেক বললেই বুকটা কেমন গর্বে ফুলে ওঠে।’

‘ফেক মানে তো ভুয়া। নিজেকে ভুয়া বললে বুক বেলুনের মতো ফুলে ওঠে?’

‘কে বলেছে ফেক মানে ভুয়া? আমার কবিতা দেখবেন না, আবৃত্তি করবেন না, মেনে নিলাম। তাই বলে আমাদের মানে ফেকদের অপমান করবেন?’

‘অপমানের দেখেছেন কী? এখনই আপনাকে ব্লক করব।’

‘আপনি কী ব্লক করবেন? ব্লক তো আমি আপনাকে করব। যে ‘ফেক’ অর্থাৎ ‘ফেসবুকার কবিদের গোনে না, তাকে আমিও গুনি না। গুডবাই।’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK