শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৩৪

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৫২৭

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৫২৭

উত্তরণবার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩৯ জনে অপরিবর্তিত রয়েছে। তবে এসময় বেড়েছে করোনা রোগী। শনাক্তের হারও বেশি। দেশে ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনে।   রবিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন। এদিকে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ পাঁচটি সুপারিশ করেছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল শনিবার রাত ১০টায় কমিটির ৫৯তম সভায় আলোচনার মাধ্যমে এ সুপারিশের সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে করোনা টিকা গ্রহণ করকে সবাইকে উদ্ধুদ্ধ করার কথা বলা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি করতে বলা হয়েছে। অপরিহার্য অনুষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিত করার কথা বলা হয়েছে। সবশেষে বেসরকারি পর্যায়ে কভিড পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করেছে কমিটি।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK