শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪৯

একটু হাসুন : হ্যাঁ রে দোস্ত

একটু হাসুন : হ্যাঁ রে দোস্ত

উত্তরণবার্তা  ডেস্ক : বস : আমি এ পর্যন্ত চারবার কল দিয়েছি। তুমি কল রিসিভ করোনি কেন?
কর্মচারী : স্যার, আমি তো এখনো বাসায়। প্রথমবার যখন কল করেছিলেন তখন আমি আমার ছেলের জন্য সুজি রান্না করছিলাম। তাই কল ধরার অবস্থায় ছিলাম না। দ্বিতীয়বার স্যার আপনি যখন কল দেন তখন আমি আমার বউয়ের কাপড়চোপড় ধুয়ে দিচ্ছিলাম। তৃতীয়বার যখন কল দেন তখন আমি স্যার ঘর মুছছিলাম। আর চতুর্থবার যখন কল দেন তখন আমি টয়লেট পরিষ্কার করছিলাম।

বস : তোমার অবস্থা তো দেখছি খুব খারাপ! তোমার বউ কি কোনো কাজই করে না!

কর্মচারী : দুঃখের কথা কী আর বলব স্যার। কিন্তু স্যার, একটু আগে তো আমি আপনাকে কল ব্যাক করেছিলাম।

বস : হুম, দেখেছি। তুমি যখন কল ব্যাক করেছ তখন অবশ্য আমি বাসন মাজছিলাম!

*

বন্ধু : দোস্ত, বড় কোনো রোগের লক্ষণ কী বল তো? তেষ্টা পাওয়া? শরীরে ঘাম? দুর্বলতা, পেটে ব্যথা, গলা শুকিয়ে যাওয়া, কাশি আসা? ঘন ঘন টয়লেটে যাবার প্রবণতা-এইসব?

ডাক্তার বন্ধুর উত্তর : হুম, কিছু লক্ষণ তো এমনই। তোর কী এমন হয়েছে নাকি?

বন্ধু : হ্যাঁ রে দোস্ত, আমার মোবাইল ফোনে তো চার বান্ধবীর সঙ্গে রিলেশনের সব হিস্ট্রি আছে। বউ এখন কিছুদিন ধরে আমার মোবাইল চেক করতে শুরু করেছে। আর এদিকে আমার গলা শুকিয়ে আসছে, তেষ্টা পাচ্ছে, ঘাম ছুটে যাচ্ছে, টয়লেটের ভাব হচ্ছে!
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK