শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৩৩

নাটোরের বড়াইগ্রামে কৃষি প্রণোদনা বিতরণ

নাটোরের বড়াইগ্রামে কৃষি প্রণোদনা বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কৃষি প্রশিক্ষণ হল রুমে এই  কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা জানান, খরিপ ২০২২-২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার আওতায় ৫০ জন কৃষক ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার এবং পাঁচ কেজি করে মাসকালাই বীজ পেয়েছেন।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK