শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৫৫

আক্কেলপুরে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে মতবিনিময়

আক্কেলপুরে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে মতবিনিময়

উত্তরণবার্তা প্রতিবেদক : মাঠ পর্যায়ে কৃত্তিম প্রজনন কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃত্তিম প্রজনন কার্যক্রম আরও গতিশীল করার জন্য সরকারি ও বেসরকারি কৃত্তিম প্রজনন কর্মীরা বিশেষ ভূমিকা পালন করে থাকেন। সরকারি ও বেসরকারি কৃত্তিম প্রজনন কর্মীদের নিয়ে দিন ব্যাপী  আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ওই মতবিনিময় সভার আয়োজন করে। নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান।

জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ পরিচালক (এআই) ডা: রফিকুল আলম, আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম প্রমূখ। উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন কারী কৃত্তিম প্রজনন কর্মীদের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয় মতবিনিময় সভায়। যাতে করে প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ দুধ ও মাংস উৎপাদন করা সম্ভব হয়। আক্কেলপুর উপজেলার সরকারি ও বেসরকারি কৃত্তিম প্রজনন কারীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK