শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১১:৫৫

একটু হাসুন : ডিম কার? হাঁস না মুরগির?

একটু হাসুন : ডিম কার? হাঁস না মুরগির?

উত্তরণবার্তা ডেস্ক : ডিমের যা দাম, ভাবছি ছাদে মুরগি পালব।

চালেরও তো দাম বাড়ছে, ছাদে একটা ব্যবস্থা করবে নাকি?

ডিমের এত দাম কেন বল তো?

হাঁস, মুরগি ছাড়া আর কেউ ডিম পাড়ছে না তাই।

সাইজ তো দেখি সব একই। ডিম কার? হাঁস না মুরগির?

ঘোড়ার!

ডিম কি মুরগির না ডায়নোসরের? এত দাম চাও কেন?

হে হে হে...ডিমের দামের সঙ্গে সার্ভিস চার্জও যোগ করছি তো তাই!

ভাবি, আমার ছেলেটাতো এবারও পরীক্ষায় ডিম পেয়েছে!

ভালোই তো, এ সময় ডিম পাওয়া তো খুশির খবর!

পাবলিক ফেসবুকে আন্দোলন শুরু করছে। এক সপ্তাহ নাকি ডিম খাইব না।

আমাগো যতই আন্ডার-এস্টিমেট করুক লাভ নাই। আন্ডা’র এস্টিমেট তো আমগো হাতেই।
উত্তরণবার্তা/এআর
 

 

  মন্তব্য করুন
     FACEBOOK