শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২০:৩০

পিরোজপুরে ৫৩৬টি মন্দিরে চলছে দুর্গা প্রতিমা তৈরীর কাজ

পিরোজপুরে ৫৩৬টি মন্দিরে চলছে দুর্গা প্রতিমা তৈরীর কাজ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় এবছর ৫৩৬টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন চলছে। জেলার ৭ উপজেলার বিভিন্ন শহর গ্রামের সনাতন ধর্মালম্বীরা আসন্ন এ দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। পিরোজপুর সদর উপজেলায় ৬৬টি, ইন্দুরকানীতে ২৪টি, নাজিরপুরে ১৩২টি, স্বরূপকাঠীতে ১২২টি, মঠবাড়িয়ায় ৯৭টি, ভান্ডারিয়ায় ৪৯টি এবং কাউখালীতে ৩৯টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা শিল্পীরা এখন প্রতিটি মন্দিরে ব্যস্ত সময় অতিক্রম করছে। কোন-কোন মন্দিরে মাটির কাজ শেষ করে সাদা খরি প্রতিমায় দেয়া হয়েছে। আগামী মাসের ১ অক্টোবর ষষ্ঠি পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজার প্রারম্ভিক পূজার্চনা শুরু হবে। ২ অক্টোবর সপ্তমী পূজা, ৩ অক্টোবর মহাষ্টমী , ৪ অক্টোবর নবমী এবং ৫ অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার ৫ দিনব্যাপী আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে।

সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে এবার দেবী দুর্গা গজে আরোহন করে মর্তে আগমন করবেন এবং নৌকায় চড়ে কৈলাশে ফিরে যাবেন। পিরোজপুরে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্নের লক্ষ্যে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সেবা জানিয়েছেন যে, নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে পারবে। এ লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সর্বত্র তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। দু’টি মন্দিরের জমি নিয়ে বিরোধ নিরসন করা হয়েছে এবং সেখানেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে এ বিরোধ নিরসনে উভয় সম্প্রদায়ের মানুষজন এবং স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন মাস্টার জানান যে, এ জেলায় সুষ্ঠু পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব সম্পন্ন করতে পারবে বলে জেলা পূজা পরিষদ আশাবাদী।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK