রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৪:১৮
ব্রেকিং নিউজ

নাটোরে সড়কের পাশে খেজুরের চারা রোপন কার্যক্রম

নাটোরে সড়কের পাশে খেজুরের চারা রোপন কার্যক্রম

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার লালপুর উপজেলায় সড়কের পাশে দুইহাজার খেজুরের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের মাধবপুর এলাকায় চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন।এসময় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন ।

সড়ক ও জনপথ বিভাগ নাটোরের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, রাজশাহীর বানেশ্বর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক সড়কের পাশে খেজুরের চারা রোপন করা হচ্ছে। এই সড়কের নাটোর জেলার ১৫ কিলোমিটার অংশে নাটোর সড়ক বিভাগ খেজুরের চারা রোপন করছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK