শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৩১

বগুড়ায় শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ

বগুড়ায় শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার আদমদিঘী উপজেলায় আজ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ‘আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির শিক্ষক -সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বেলা ১১টায় আদমদিঘী উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
মো. আবুল কাশেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর ও জেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রবিউল ইসলাম, আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের জেলাপ্রোগ্রাম ম্যানেজার মো. সাজু মিয়া, আদমদিঘী উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. ইয়াছিন মোল্লা, শাজাহানপুর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথমব্যাচে ১২ দিনব্যাপী এ বুনিয়াদী প্রশিক্ষণে উপজেলার ৩৮ জন শিক্ষিক-সুপারভাইজার অংশগ্রহণ করছেন।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK