রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১৪
ব্রেকিং নিউজ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী পালিত

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী পালিত

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় আজ বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কোরআনখানি, দোয়া মোনাজাত, শোকর‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা । এছাড়া ২৫০ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের আয়োজনে ট্রাস্টের সদস্য সচিব চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সভাপতি জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিবুর রহমান।এসময় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম আমানত শেখ। মাতা জেন্নাতুন নেসা। তিনি(বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ) শৈশবেই বাবা-মা হারান। তিনি ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তদানিন্তন ইপিআর-এ সৈনিক হিসেবে যোগদান করেন। বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাত বরণ করেন। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। পরবর্তীতে সহযোদ্ধারা তাঁর মৃতদেহ উদ্ধার করে সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্র কাশীপুরে সমাহিত করে। স্বাধীন বাংলাদেশ সরকার বীরত্বের স্বীকৃতিস্বরুপ তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK