শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৮:৫৪

একটু হাসুন : খাবে কম, চাপও কম

একটু হাসুন :  খাবে কম,  চাপও কম

উত্তরণবার্তা ডেস্ক : শপিং করার জন্য ২০ হাজার টাকা চাইলাম। তুমি আবোল-তাবোল বকতাছো? টুনির বাপ তোমার মতলবটা কী শুনি!

তোমার কথা শুইনা আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে! টাকা তো দূরের কথা, নিজের নামই মনে পড়তাছে না। আমার নামটা যেন কী?

বাহ! তুমি দেখতে তো খুব সুন্দর, তা বলো কেমন পাত্রী চাও? আমার কাছে দেশি-ফরেনার সব টাইপের পাত্রী আছে।

জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আপনি বরং ডায়েট করতাছে এমন একটা পাত্রী দেখান। খাবে কম, চাপও কম। বুদ্ধিটা ভালো না!

আরে মোতালেব ভাই, শুনলাম আপনি নাকি কলেজে ভর্তি হইছেন। এই বয়সে আবার পড়াশোনা করার শখ হইল নাকি?

এইখানেই তো বুদ্ধির খেইল, এখন তো আমি স্টুডেন্ট। আর স্টুডেন্ট বলে বাসে হাফ ভাড়া দিই! পয়সা খরচও কমে গেল।

দামের জন্য কিছুতে হাত দিতে পারি না, ওই লোক দেখি তিন-চার ব্যাগ বাজার করে ড্যান্স করতাছে। বিরাট দুনীর্তিবাজ!

না বুঝেই কথা বলেন। সে তো বিশ মিনিটের জন্য মাছ-তরকারি এইসব ভাড়া নিছে। ইউটিউবের জন্য ভিডিও বানাইবো।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK