রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০০:৫১
ব্রেকিং নিউজ

শেরপুরে ভ্রাম্যমাণ কম্পিউটার ও মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

শেরপুরে ভ্রাম্যমাণ কম্পিউটার ও মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাস মেয়াদী কম্পিউটারের নেটওয়ার্কিং এবং এক মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। রোববার দুপুরে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস (ট্রেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: নুরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।  এছাড় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হামিদুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব ইলাহী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএসএম কাউসার প্রমুখ।মৎস্য চাষে ২৫ জন এবং ভ্রাম্যমাণ কম্পিউটার ট্রেনিং এ পুরুষ ২০ জন ও নারী ২০ জনসহ মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স করানো হবে বলে জানা গেছে।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK