সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:২৮
ব্রেকিং নিউজ

বছরের শেষ সূর্য বিদায় বিষময় ২০২০...

বছরের শেষ সূর্য  বিদায় বিষময় ২০২০...

উত্তরণ বার্তা প্রতিবেদক : বৎসর বৎসর চলে গেলো/ দিবসের শেষ সূর্য/ শেষ প্রশ্ন উচ্চারিল/ পশ্চিম সাগর তীরে / নিস্তব্ধ সন্ধ্যায়/ কে তুমি?/ পেলো না উত্তর…’। বছর শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ত অনেক প্রশ্ন উঁকি দেয় আমাদের মনে।

বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেক কিছুই। অনেক স্মৃতি!বছরের শেষ সূর্যহিসেব মিলাই আমরা বছরের খেরো খাতা ঘেঁটে। ২০২০ সাল বিদায় নিচ্ছে। দূরে থাকার, বিচ্ছিন্নতার, আতঙ্কের, মহামারির একটি বছর গেল। এই বছরটিকে বরণ করার সময় কেউ ভাবেনি যে, বছরটি মানবজাতির জন্য এতটা বিষময় হবে। বছরটি কাটলো আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে।

এদিকে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে অনেকের কাছেই স্বপ্নের শহর কক্সবাজার। সমুদ্রের লোনা জলে গা ভাসানো আর বালুকা বেলায় দাঁড়িয়ে সুর্যাস্ত দেখার আনন্দ যেন আরেকটি লোভনীয় স্বপ্ন। আর সেই সূর্য যদি বছরের শেষ সূর্য হয়, তাহলে সূর্যাস্ত দেখার আনন্দ আরও বহুগুন বেড়ে যায়। বছরের শেষ সূর্যসামনে নতুন দিন সবার মনে নতুন বছরে আলোর নাচন। বছরের শেষ সূর্যই হয়ে থাক না আগামীর পথচলার নতুন পাথেয়...।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ
আরও সংবাদ