রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:৫৫
ব্রেকিং নিউজ

সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করবে এনআরসি

সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করবে এনআরসি

উত্তরণবার্তা প্রতিবেদক : আন্তর্জাতিক এনজিও সংস্থা নরওজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিন হাজারেরও অধিক পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)। পরিবার প্রতি সাড়ে ৪ হাজার টাকা করে ৩ হাজার ৫৫৬ টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ৬০ লাখ ২ হাজার টাকা বিতরণ করা হবে। আজ ইরা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সুনামগঞ্জের বন্যা-কবলিত দু’টি উপজেলার ৪ টি ইউনিয়নের ৩ হাজার ৫৫৬ টি পরিবারের মধ্যে এই অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পর্যায়ক্রমে দেয়া  হবে। 
 
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইরা’র প্রোগ্রাম কোর্ডিনেটর মো: আশিকুর রহমানের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান  দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। 
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ