রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৩৯

কাঁচা মরিচের কেজি ৫০ টাকা

কাঁচা মরিচের কেজি ৫০ টাকা

উত্তরণবার্তা প্রতিবেদক : একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। প্রকার ভেদে ৮০ টাকার মরিচ এই বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এদিকে উৎপাদন বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে।

আজ  সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত কয়েক দিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন বেড়েছে। কমে গেছে বাজারে মরিচের দাম। ৮০ টাকার কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানি কারক জামিল হোসেন বলেন, ‘দেশে কাঁচা মরিচের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দামও ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন বাংলাদেশের চেয়ে ভারতেই কাঁচা মরিচের দাম বেশি। আমদানি করলে লোকসান হবে। যার কারণে ভারত থেকে মরিচের আমদানি বন্ধ রাখা হয়েছে।’

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK