রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৫:৪০
ব্রেকিং নিউজ

তারেকের মদদেই গ্রেনেড হামলা হয় : তথ্যমন্ত্রী

তারেকের মদদেই গ্রেনেড হামলা হয়  : তথ্যমন্ত্রী

উত্তরণবার্তা প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মদদেই ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়। কিন্তু সংসদে এ নিয়ে একটি নিন্দা প্রস্তাবও করা হয়নি। বরং হাস্যরস করা হয়েছিল। এগুলোতে প্রমাণ করে ওই সময়ের সরকার এর সঙ্গে জড়িত ছিল। তারেক রহমান এবং সে সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মদদে এ ঘটনা ঘটানো হয়েছে। ’ ২১ আগস্ট রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, ‘খুনী চক্র (বিএনপি) আজ মানবাধিকারের কথা বলে, বিদেশিদের কাছে নালিশ করে। তবে তারাই দেশে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। তাদের কাছে সবকিছুর জবাব চাই। ’

গুমের কথা টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেদের নেতাদের গুম করে আওয়ামী লীগের নাম দিচ্ছে। এমন অনেক গুম খুন তারা করেছে। শিগগিরই বিএনপিকে এসবের জবাব দিতে হবে জনগণের কাছে। অপরাজনীতি করে আসা বিএনপি-জামায়াতের রাজনীতি দেশে বন্ধ হওয়া উচিত। হত্যার রাজনীতি দিয়ে যাদের জন্ম তাদের রাজনীতি বন্ধ না হলে হত্যার রাজনীতি বন্ধ হবে না। ’ তারেক জিয়ার প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, ‘তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার জন্য যুক্তরাজ্যের সঙ্গে আলাপ আলোচনা চলছে। কিন্তু তাদের অভ্যন্তরীণ কিছু আইনি জটিলতা রয়েছে। তাকে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। ’পররাষ্ট্রমন্ত্রীর কথা জানিয়ে তিনি বলেন, ‘ভারতে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে কি বলেছে সে দায় মন্ত্রীপরিষদ নিবে না। সেটা তার অফিসিয়াল বক্তব্য না। ’
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ