শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:১৪
ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান

উত্তরণবার্তা প্রতিবেদক : রাজধানীর গুলশান ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জীবন ও সমাজ গড়ার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় ‘আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক এই আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলালের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে কে এম রহমতুল্লাহ এমপি, কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, কবি সৈয়দ আল ফারুক, কবি আসাদ মান্নান, কবি সোহরাব হোসাইন, কবি দিলারা হাফিজ ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী অনুষ্ঠানে অংশ নেন। বঙ্গবন্ধু স্মরণে কবিতাপাঠের পাশাপাশি আলোচকরা জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। সভাশেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ