শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২৩:১১

চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় গ্রেপ্তার বরিশাল হোটেলের মালিক রিমান্ডে

চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় গ্রেপ্তার বরিশাল হোটেলের মালিক রিমান্ডে

উত্তরণবার্তা  প্রতিবেদক :  রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় গ্রেপ্তার বরিশাল হোটেলের মালিক মো. ফখর উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৬ আগস্ট মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।

চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক হেলাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন। মঙ্গলবার ভোরে চকবাজার থেকে ফখর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ—গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। গত ১৫ আগস্ট চকবাজারে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। তারা ওই ভবনের নিচতলার বরিশাল হোটেলের কর্মচারী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ